
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়ছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ একাধিক এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একাধিক মামলা হয়েছে।
আজ পাকিস্তান তাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্যাপন করছে। দিবসটি ঘিরে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে কর্তৃপক্ষ ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ উপায়ে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনায় তদন্ত চলছে। ফাঁকা গুলি ছোড়ায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, গত বছর একইভাবে স্বাধীনতা দিবস উদ্যাপনকালে করাচিতে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন। এর আগের বছর আহতের সংখ্যা ছিল ৮০ জন।
শহরের আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।






































