
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে চড়ে আলাস্কার পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায়) ট্রাম্প ও পুতিনের এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে পুতিনের সঙ্গে বৈঠকের আগমুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যদি রাজি না হয়, তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে।
তিনি আরও জানান, ‘আমি লক্ষ্য করেছি যে, তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন এবং এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, এ বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের স্পষ্ট ও নির্দিষ্ট অবস্থান উপস্থাপন করবে। তবে তিনি ফলাফল নিয়ে আগে থেকে কিছু বলতে চাননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, আলাস্কার এই বৈঠক শান্তি প্রতিষ্ঠার একটি বাস্তব পথ তৈরি করতে পারে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র–রাশিয়া–ইউক্রেন ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ এনে দিতে পারে।
তিনি বলেন, “যুদ্ধ শেষ করার সময় এসেছে এবং রাশিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছি।”






































