
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত শুক্রবার বৈঠকে বলেছেন, ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে এলেই যুদ্ধ শেষ করা সম্ভব হবে। বৈঠক সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, সম্মুখ সারির লড়াই স্থগিত রাখা হবে, তবে এর বিনিময়ে ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্কের নিয়ন্ত্রণ ছাড়তে হবে। এই দুই অঞ্চলে রুশভাষী জনগণের সংখ্যা বেশী।
গত কয়েক বছরের সংঘাতে লুহানস্কের প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া, তবে দোনেৎস্কের কিছু গুরুত্বপূর্ণ এলাকা এখনও ইউক্রেনের দখলে আছে। বৈঠকে পুতিন বলেন, “দোনেৎস্ক ও লুহানস্কের নিয়ন্ত্রণ দিলে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে আর অগ্রসর হবে না রাশিয়া।” খেরসন ও জাপোরিঝিয়ার উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই রুশ সেনার দখলে রয়েছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইউরোপীয় মিত্ররাও জোর দিয়েছেন, ইউক্রেনের সীমান্তে জোরপূর্বক কোনো পরিবর্তন করা যাবে না।

এদিকে আলাস্কার একটি হোটেলের বিজনেস সেন্টারে ট্রাম্প-পুতিন বৈঠক সম্পর্কিত নথি পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। আট পৃষ্ঠার নথিতে বৈঠকের সূচি, পরিকল্পনা ও মার্কিন সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর উল্লেখ রয়েছে।
মনে করা হচ্ছে, নথি ভুলবশত হোটেলের প্রিন্টারে ফেলে রাখা হয়েছিল। শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে হোটেলের প্রিন্টারে তিনজন অতিথি নথি দেখতে পান। এনপিআর এক অতিথির তোলা ছবিগুলো পর্যালোচনা করেছে।






































