
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইসের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে প্রাতরাশ বৈঠকের মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা মিস হুমা খান উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান) অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে নির্বাচনী প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তার বিষয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের ধারাবাহিক সমর্থনের প্রত্যাশা জানানো হয়।







































