শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ অক্টোবর ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
শেয়ার

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি


shapla koli

নির্বাচন পরিচালনা বিধিমালা (২০০৮) সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি। আজকের প্রজ্ঞাপনে প্রতীক সংখ্যা চারটি বাড়িয়ে ১১৯টি করা হয়েছে। যার মধ্যে ‘শাপলা কলি’ একটি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।