
ফাইল ছবি
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি রয়েছেন ৯৯০ জন, আর অন্য অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৪৩ জন।
শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাঁসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলভার এবং দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।



































