বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার

এনসিপি’র নেতৃত্বে ত্রিদলীয় ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ


NCP Jote

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। জোটের অন্য দুই দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, এই জোট শুধু নির্বাচন কেন্দ্রিক জোট না। দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।

নাহিদ ইসলাম জানান,জুলাই চেতনায় বিশ্বাসী আরও কিছু রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা চলছে। আগামী দিনে তারাও এই জোট প্রক্রিয়ায় যুক্ত হবে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।