
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। জোটের অন্য দুই দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, এই জোট শুধু নির্বাচন কেন্দ্রিক জোট না। দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।
নাহিদ ইসলাম জানান,জুলাই চেতনায় বিশ্বাসী আরও কিছু রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা চলছে। আগামী দিনে তারাও এই জোট প্রক্রিয়ায় যুক্ত হবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।







































