বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ ডিসেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার

বেগম রোকেয়া দিবস আজ


rokeya

ছবি: সংগৃহীত

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারীশিক্ষা, নারীর অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করে প্রতিবছর দিনটি পালন করা হয়। নারী জাগরণের পথিকৃৎ এই মহীয়সী নারীর কর্ম ও আদর্শ আজও সমাজে অনুপ্রেরণা জোগায়।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে বেগম রোকেয়ার অবদান স্মরণ করেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নারীমুক্তি ও মানবাধিকার আন্দোলনের মাধ্যমে বেগম রোকেয়া নারীসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। রক্ষণশীল সমাজে পিছিয়ে পড়া নারীদের মুক্তি ও উন্নয়নের মূল চাবিকাঠি যে শিক্ষা—তিনি তা উপলব্ধি করেই জীবনভর নারীশিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাঁর সেই পথচলার ধারাবাহিকতায় আজও নারীর ক্ষমতায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এ বছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন—

১) নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব
২) নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার
৩) মানবাধিকার: নাবিলা ইদ্রিস
৪) নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা

আজ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীও। তিনি ১৮৮০ সালের এ দিন রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। নারী জাগরণে তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

কেএসআর/