সেলফি নয়, এর নাম ‘এলফি’। শুঁড়ে ক্যামেরা ধরে হাতি অর্থাৎ এলিফ্যান্ট যদি সেলফি তোলে তবে তার নাকি এমনই নাম হওয়া উচিত৷
গত বছর এক বানর সেলফি তুলে চমকে দিয়েছিল বিশ্বকে৷ এবার পালা হাতির৷ থাইল্যান্ডের একটি হাতি টাইমল্যাপসে দেয়া একটি ক্যামেরা শুঁড়ে জড়িয়ে ফটোগ্রাফারকে নিয়ে এমনই ‘এলফি’ তুলে চমকে দিয়েছে সবাইকে৷
থাইল্যান্ডের একটি পার্কে পর্যটকের ক্যামেরা ছিনিয়ে নিজেই সেলফি তুললো একটি হাতি। ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ান ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন দারুণ একটা মজার ব্যাপার ঘঠেছে।
ক্রিস্টিয়ান লেবলাক নামের ওই ফটোগ্রাফার জানিয়েছেন, হাতিটিকে কলা খাওয়াচ্ছিলেন তিনি৷ কলা ফুরিয়ে যাওয়ার পর হাতিটি আরো কলা দাবি করে তার কাছ থেকে ক্যামেরাটি কেড়ে নেয়৷ ওই সময় ক্যামেরাটি টাইম ল্যাপসে দেয়া ছিল৷ কয়েক মুহূর্ত পর যখন ছবি ওঠে তখন ক্রিস্টিয়ান দেখেন তাতে হাতির সাথে তিনিও আছেন।







































