Search
Close this search box.
Search
Close this search box.

২০২০ সালে সরকারি সাধারণ ছুটি ২২ দিন

bangla-calender২০২০ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন। সোমবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির এ তালিকার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ২০২০ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। সব মিলিয়ে মোট ২২ দিন। এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৮ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

২২ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটি ৮ দিন পড়েছে। আর ১৪ দিনের মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। গত বছর সাধারণ ছুটি ছিল ১৯ দিন।