Search
Close this search box.
Search
Close this search box.

কঙ্গোতে আফ্রিকার অন্যতম বৃহত্তম স্বর্ণখনি

সিউল, ৩ মে ২০১৪:

বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ ডি আর কঙ্গোতে শুক্রবার আফ্রিকার অন্যতম বৃহত্তম স্বর্ণখনির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যদিও খনিতে উৎপাদন কাজ শুরু হয় ২০১৩ সালে। খনি মন্ত্রী মার্টিন কাবওয়েলুলু শুক্রবারের এ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

chardike-ad

Congo-Gold-Minersকিবালি স্বর্ণখনিতে দক্ষিণ আফ্রিকার রেন্ডগোল্ড রিসোর্সেস’র ৪৫ শতাংশ, অ্যাংলোগোল্ড আশহান্তির ৪৫ শতাংশ এবং কঙ্গো সরকারের ১০ শতাংশ শেয়ার রয়েছে। আড়াইশ কোটি ডলারের এ প্রকল্পে সাত হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যার ৮০ শতাংশ কঙ্গোর নাগরিক। খনি সূত্রে বলা হয়েছে, চলতি বছর সাড়ে পাঁচ লাখ আউন্স স্বর্ণ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।