ময়মনসিংহ নগরীর চর পাড়া এলাকায় প্রবীণ এক নারীর ল্যাম্প পোস্টের আলোয় কুরআন তেলাওয়াত করা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। তার সুমধুর কোরআন তেলাওয়াত মুগ্ধ করেছেন পথচারীদের। প্রবীন এই নারীর সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত অনুপ্রাণিত করেছে ধর্মপ্রাণ মানুষকে। সোমবার (৯ মার্চ) রাতে একজন ওই বৃদ্ধার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোস্ট করেন। পোস্ট দেয়ার সাথে সাথে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, সেদিন রাত ১২ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটা রোগীকে রক্ত দান করে ফুটওভার ব্রিজ হয়ে আসার সময় হঠাৎ বৃদ্ধার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পেলাম। সামনে তাকাতেই দেখলাম একজন বয়স্ক মহিলা ওভার ব্রিজের উপরে ল্যাম্প পোস্টের নিচে রাস্তার লাইটের আলোতে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করছেন। তবে প্রবীন এই নারীর পরিচয় প্রকাশ করেননি তিনি।