Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

usa-coronaকরোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। তাতে ওয়ার্ল্ডোমিট হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেলো।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজারের বেশি। সুস্থ প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। ২১০টি অঞ্চলে করোনা থাবা বসালেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। গত ৩১ জানুয়ারি প্রথম কারো দেহে করোনা শনাক্তের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জনে। আমেরিকায় মারা গেছে ৫০ হাজার ২৪৩ জন। করোনা জয় করেছেন ৮৫ হাজার ৯২২ জন।

chardike-ad

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৫৮১ জন। মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার। নিউইয়র্কে প্রাণহানি ২০ হাজার ৮৮১ জনের। ১ লাখের বেশি আক্রান্ত নিয়ে পরের অবস্থানে নিউজার্সি, মারা গেছে ৫ হাজার ৪২৮ জন।