Search
Close this search box.
Search
Close this search box.

gvtকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমরা ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছি। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ছুটির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। করোনা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতির কথা মাথায় রেখে এবারের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত ২৬ মার্চ হতে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটি আপাতত শেষ হচ্ছে ১৬ মে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে ২৪ বা ২৫ মে। আর ঈদের পর ৩০ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে।