Search
Close this search box.
Search
Close this search box.

২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

nasimaদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। এসময় সর্বাধিক ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২০ হাজার ৬৫ জন রোগী রয়েছে।

chardike-ad

এদিকে করোনা ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন। গত ৪৮ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫২১ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং আগের দিন সুস্থ হয়েছেন ২৪২ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।