Search
Close this search box.
Search
Close this search box.

দেশে করোনা আক্রান্ত ২২ হাজার ছাড়াল, মোট মৃত্যু ৩২৮

nasimaদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৭৩ জনের করোনা শনাক্ত এবং আরও ১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তার দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট ৮ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২৭৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে।

chardike-ad

নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। ঢাকা সিটিতে এবং চট্টগ্রামে পাঁচজন করে মৃত্যুবরণ করেছেন। ১৩ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা যান, যোগ করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৫৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।