Search
Close this search box.
Search
Close this search box.

shafiuddinআন্তর্জাতিক অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে রোববার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাপ্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সিউলে ‘ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১’ এ অংশ নেবেন।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর বলেছে, “সাক্ষাতকালে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।” সফর শেষে আগামী ২৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের।