ডিএমপির নতুন কমিশনার শেখ সাজ্জাদ আলী

 

chardike-ad

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী।

আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. মাইনুল হাসান। আজ তাকে সরিয়ে শেখ সাজ্জাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।