বাংলাদেশের শীর্ষস্থানীয় পার্সোনাল স্কিনকেয়ার ও বিউটি রিটেইলার প্রতিষ্ঠান চারদিকে-এর নতুন ‘ভালোবাসায় ফাল্গুন’ অফারের ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ০২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সীমিত সময় পর্যন্ত চলবে ‘ভালোবাসায় ফাল্গুন-অফারে থাকছে আগুন’ ক্যাম্পেইন। উৎসবের মাস ‘ফাল্গুন’কে ঘিরে এক্সক্লুসিভ ডিল ও এক্সক্লুসিভ গিফটস থাকবে এই অফারে।
উৎসবের মাসের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত করতে ও সুন্দর করে তুলতে চারদিকে দিচ্ছে তার ব্র্যান্ড PL (Private Label) থেকে যেকোনো পণ্য কিনলে থাকবে ফ্রী ডেলিভারী। সঙ্গে কম্বো অফার এবং বোগো অফারও রয়েছে।
গিফটসে ১ম পুরস্কার থাকবে একটি ডায়মন্ডের নোসপিন। ২য় পুরস্কার থাকবে আড়ং এর ৩০০ হাজার টাকার গিফট কার্ড। এবং সর্বশেষ গিফট থাকবে ২০০০ টাকা সমমূল্যের চারদিকে গিফট হ্যাম্পার। এইসবগুলো গিফট লটারি ড্র এর মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের দেয়াধবে। বিস্তারিত জানা যাবে এখানে
এইসকল অফার ও গিফটস সকলের ফাল্গুনের উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি গিফট অফারগুলো গ্রাহকদের সঙ্গে চারদিকে’র সম্পর্ককে আরও টেকসই করবে বলে বিশ্বাস চারদিকের জেনারেল ম্যানেজার সোমেন দেব বর্মনের।