Search
Close this search box.
Search
Close this search box.

স্মার্টফোনের বাজারে আধিপত্য কমেছে স্যামসাংয়ের

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাংয়ের দখল কমেছে। এ সময়ে সংশ্লিষ্ট বাজারে প্রতিষ্ঠানটির দখল কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর এপি।

প্রতিবেদনে আইডিসি জানায়, শীর্ষ মোবাইল ডিভাইস নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং মূলত চীনা প্রতিষ্ঠানগুলোর কারণে বাজার হারাতে বসেছে। বেশ কয়েক বছর ধরে সংশ্লিষ্ট বাজারে রাজস্ব করে আসছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। কিন্তু চীনা সস্তা উন্নত মানের স্মার্টফোনের চাহিদা বাড়তির দিকে থাকায় এখন তার প্রভাব স্যামসাংয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানের ওপর এসেও পড়ছে।

chardike-ad

BN-DN537_0703sa_G_20140703034559প্রতিষ্ঠানটি গত প্রান্তিকে গ্যালাক্সি এসফোরের মতো জনপ্রিয় সিরিজের ডিভাইস বাজারে আনে। তার পরও প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে ৪ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্ব স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দখল ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউই এপ্রিল-জুন প্রান্তিকে সংশ্লিষ্ট বাজারে অনেকটাই এগিয়ে গিয়েছে। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির এ সময়ে স্মার্টফোন বিক্রি করেছে মোট ২ কোটি ৩ লাখ ইউনিট, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিকে প্রতিষ্ঠানটি অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের মতো বাজারে নিজেদের স্মার্টফোন বিক্রি করে আসছে।

বাজার বিশ্লেষকদের মতে, দাম কমানোর প্রতিযোগিতায় হুয়াউই ও লেনোভোর মতো চীনা প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে এগিয়ে যাচ্ছে। এ কারণেই স্যামসাংয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোও বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারছে না। এদিকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন বিক্রি এ সময়ে বেড়েছে ১২ শতাংশ। বণিকবার্তা।