বুধবার । জুন ১৮, ২০২৫
স্টাফ রিপোর্টার আদালত ১ জুন ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শেয়ার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে 'ককটেল' বিস্ফোরণ
রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি খালিদ মনসুর বলেন, আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে ককটেলসাদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে, এর মধ্যে তা নেই।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি না, তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার কথা রয়েছে।