রবিবার । জুলাই ১৩, ২০২৫
মোঃ আব্দুল কাইয়ুম ক্যারিয়ার ২২ জুন ২০২৫, ৩:১২ অপরাহ্ন
শেয়ার

ডেভেলপমেন্ট কমিউনিকেশন্স সেক্টরে ক্যারিয়ার


ডেভেলপমেন্ট কমিউনিকেশন্স সেক্টরে ক্যারিয়ার

প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি। শুধু যারা কমিউনিকেশন বা মিডিয়া নিয়ে পড়েছে, তারাই এই সেক্টরে কাজ করতে পারবে, এটা মিথ। আগ্রহ আর দক্ষতা থাকলে যে কেউ পারবে।

এন্ট্রি লেভেল কমিউনিকেশনস রোলে দরকারি ৫টি হার্ড স্কিলস-

ক্রিয়েটিভ রাইটিং
একসময় ছিল কমিউনিকেশন্স রোল মানেই ছিল শুধু প্রেস রিলিজ লেখা, যেখানে তেমন কোনো ক্রিয়েটিভিটি ছিল না, তবে কোনো বোরিং ওয়ার্কশপ/সেমিনারকে কিভাবে ইন্টারেস্টিং নিউজ- এ কনভার্ট করতে হয় সেটার মুন্সিয়ানাও দরকার। আর এখন প্রেস রিলিজ লেখার জন্য মুন্সিয়ানার পাশাপাশি, ২৮০ ক্যারেক্টারে টুইট করা, ফেসবুকের জন্য স্টোরিটেলিং স্টাইলে ক্যাপশন লেখা, পাশাপাশি ভিডিয়োর জন্য স্ক্রিপ্ট লেখার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও বসের জন্য স্পিচ, ওপ-এড ড্রাফট এগুলো তো থাকছেই। যে যত সহজ,স্পষ্ট ও সাবলীলভাবে জেন্ডার ইকুয়ালিটি, সোশ্যাল ইনক্লুশন, হিউম্যান রাইটস বেসড এপ্রোচ, ইনক্লুসিভিটি, মাল্টিস্টেকহোল্ডার এপ্রোচ ইত্যাদি কঠিন বিষয় নিয়ে সবার জন্য সহজে লিখতে পারবে, রেসে সে তত এগিয়ে থাকবে। তবে লেখালেখির বিষয় কিন্তু সম্পূর্ণ ভাবে চ্যাট জিপিটির উপর ছেড়ে দিলে হবে না, তাকে কিভাবে অ্যাসিস্ট্যান্ট বানানো যায় তা জানতে হবে।

সোশ্যাল মিডিয়া স্যাভি
Facebook, X, LinkedIn, YouTube, TikTok-প্ল্যাটফর্ম অনুযায়ী কনটেন্ট কেমন হবে, কখন পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়—এসব বোঝাটাই এখন নিউ নরমার।

বেসিক ডিজাইন স্কিল
Canva বা Adobe Express–এর মতো টুল দিয়ে সহজ সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা এক পেজের ফ্লায়ার, ব্যানার ইত্যাদি বানানো জানলে এন্ট্রি পাওয়া সহজ হবে।ডিজাইনার হওয়ার দরকার নাই তবে ভিজ্যুয়াল সেন্স থাকাটা জরুরি।

স্মার্টফোন দিয়ে ফটো/ভিডিও কনটেন্ট তৈরি
ফিল্ড বা ইভেন্ট থেকে ছবি/রিল তৈরি করে সঙ্গে সঙ্গে এডিট করে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি করতে পারলে, তুমি টিমে ভ্যালু যোগ করছো। শুধু ক্যামেরা ধরতে পারলেই হবে না, ঠিক মেসেজটা ধরতে পারাটাই আসল।

দ্রুত শেখা ও মানিয়ে নেয়া
নতুন সফটওয়্যার, টুলস, ট্রেন্ড—যত তাড়াতাড়ি ধরতে পারবে, তত এগিয়ে থাকবে।
কমিউনিকেশনস জগৎ বদলায় প্রতিদিন, তোমাকেও বদলাতে হবে।

একটা পোর্টফোলিও থাকলে প্লাস পয়েন্ট। যেকোনো লেখা/পোস্ট/ছবি/ভিডিও যেটা আপনার কাজ—
* স্ক্রিনশট + লিংক সহ PDF বানান অথবা Google Drive/WordPress-এ তুলে রাখুন। লিখে দিন: কাজটা কী, আপনার ভূমিকা কী ছিল।

এখন বলুন কারো যদি এই ৫টা স্কিলই থাকে তাহলে তার এন্ট্রিটা আগে হবে নাকি আপনার?

মোঃ আব্দুল কাইয়ুম: হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি বাংলাদেশ।