
মিথ্যা তথ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি নৈতিক মান বজায় রাখতে মিডিয়াকে সহায়তা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ কার্যালয়ের প্রধান সুসান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন ও জার্নালিস্টদের নিরাপত্তা সেকশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল সমস্যা হলো মিথ্যা তথ্য ও ভুয়া খবর। এর একটি বড় অংশ প্রবাসে বসবাসকারী কিছু ব্যক্তি ছড়াচ্ছেন, আবার কিছু স্থানীয় ব্যক্তিও এতে জড়িত। এটি অব্যাহত বোমাবর্ষণের মতো।’
তিনি বলেন, প্রচলিত গণমাধ্যমের একাংশও ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ভুল তথ্য ছড়ানোর উৎস হয়ে উঠেছে। এ বিষয়ে জাতিসংঘের সক্রিয় ভূমিকা চেয়ে তিনি বলেন, “আপনারা শুধু সরকারের সঙ্গে কথা বলবেন না, মিডিয়ার সঙ্গেও কথা বলুন।”
প্রধান উপদেষ্টা বলেন, কোনও গণমাধ্যম যদি বারবার ভুল তথ্য ছড়াতে থাকে, তবে তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা আর বিশ্বাসযোগ্য নয়।
ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ বলেন, আসছে বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে সেখানে দেখানো হয়েছে কী কাজ করছে, কী করছে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে। সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণের দরকার হবে যাতে তারা এই মানদণ্ডের সঙ্গে নিজেদের কাজের সামঞ্জস্য বজায় রাখতে পারেন।
উল্লেখ্য, ইউনেস্কো ও ইউএনডিপি’র যৌথভাবে প্রস্তুতকৃত “বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপট মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের উপর দৃষ্টি” শীর্ষক একটি প্রতিবেদন বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশ করা হবে।






























