বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ জুলাই ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
শেয়ার

শূন্য করদাতাদের হিসাব খতিয়ে দেখা উচিৎ: অর্থ উপদেষ্টা


Salehuddin

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, এমন দাবিকে অবিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, যারা এ ধরনের তথ্য দিয়েছে, তাদের হিসাব খতিয়ে দেখা উচিত।

বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (FRC) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

ড. সালেহউদ্দিন বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠান যে কাগজপত্র জমা দেয়, তার মান যথেষ্ট নয়। অডিট ও হিসাব পেশায় যারা যুক্ত আছেন, তাদের সততা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কাগজে-কলমে নয়, বাস্তবিক দৃষ্টিভঙ্গি ও অন্তর্দৃষ্টির মাধ্যমেই অডিট করতে হবে।”

তিনি আরও বলেন, “এনবিআর বলছে প্রতি ১০০ জনে ৭০ জন কর দেয় না, কিন্তু এটা বাস্তবে বিশ্বাসযোগ্য নয়। ১৮ লাখ আয়কর রিটার্ন জমা পড়ার তথ্যেও গরমিল থাকতে পারে। তাই এসব তথ্য খতিয়ে দেখা জরুরি।”

অর্থ উপদেষ্টা আরও জানান, আর্থিক খাতের সংস্কার নিয়ে নানা মত থাকলেও এটি শুধুমাত্র বিশ্বব্যাংক বা আইএমএফের চাপে নয়-সরকারের নিজস্ব উদ্যোগেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব অনেক।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “যদি আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই, তাহলে অডিটিং ও হিসাব ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।”