বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুলাই ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক


বাণিজ্য উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চলমান শুল্ক আলোচনার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় (ওয়াশিংটন ডিসি সময়) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার অফিসে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

ইংরেজিতে লেখা পোস্টে বলা হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং চলমান শুল্ক সংক্রান্ত আলোচনা।

উভয়পক্ষই পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এই তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। আলোচনা ছিল বিস্তৃত, যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিককে স্পর্শ করেছে।

ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকায থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও মেধাস্বত্ব, বিনিয়োগ সংস্থা ইত্যাদি খাতের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক আবারও শুরু হয়। শুক্রবারও আলোচনা চলবে বলে জানা গেছে।