শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ জুলাই ২০২৫, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা


Bangladesh Government

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করার কথা বলা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের কাছে কাছে এ-সংক্রান্ত চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু, তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর লিখে দেওয়া হচ্ছে না।

সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়া না থাকায় কর্মকর্তা বা কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ অবস্থায় কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়ার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।