শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ জুলাই ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার

গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে কমানোর সুপারিশ কারিগরি কমিটির: ইসি কমিশনার


গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে কমানোর সুপারিশ কারিগরি কমিটির: ইসি কমিশনার

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে সংসদীয় একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার জানান, সবচেয়ে বেশি যে আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এছাড়া সবচেয়ে কম ভোটার যে আসনে, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে বিশেষায়িত কমিটি।

আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তিনি জানান, এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরে আসনভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেটসহ বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে টেকনিক্যাল কমিটি ৪২টি আসনে ছোট-বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আনোয়ারুল ইসলাম আরও জানান, আসনপ্রতি গড় জনসংখ্যা ৪ লাখ ২০ হাজার ধরে আসন কমানো ও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।