
বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: পিআইডি
নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে—এমন প্রশ্নে ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “ওয়েট করেন, কিছু দিনের মধ্যেই শুনবেন।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। তবে আমি আমাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, আমাদের দৃঢ় নিয়ত রয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার। এটি প্রধান উপদেষ্টা সব সময়ই আমাদের বলে থাকেন।
২০০৮ সালের নির্বাচন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলেন না, কিন্তু আমি দ্বিমত পোষণ করি। ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, খোঁজ নিলে অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে।






























