শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা


Dr. Muhammad Younus

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে সম্পন্ন হওয়া ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য “এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক এই চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— আলোচক দলের কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার এক উজ্জ্বল প্রমাণ।”

তিনি আরও বলেন, “গত ফেব্রুয়ারি থেকে তারা নিরলসভাবে কাজ করেছেন। শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। এই চুক্তির ফলে বাংলাদেশের তুলনামূলক সুবিধা বজায় রয়েছে, একইসঙ্গে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বেড়েছে এবং জাতীয় স্বার্থ মজবুত হয়েছে।”

ড. ইউনূস এই অর্জনকে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বলেন, “এই সাফল্য আমাদের সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে আরও উজ্জ্বল। আজকের এই অর্জন জাতীয় দৃঢ়তা ও সাহসী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।”