শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ অগাস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল


Election Commission
তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন মাঠ পর্যায়ের তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, এনসিপিসহ মোট ১৬টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়নি। পরে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে সব দলকে চিঠি পাঠানো হয়।

ইসির তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে আবেদন করার সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। শেষমেষ ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়। প্রথম ধাপে ৬২টি এবং দ্বিতীয় ধাপে এনসিপিসহ ৮২টি দলকে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হয়েছিল।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথমে আবেদনগুলো বাছাই হয়, এরপর মাঠপর্যায়ে যাচাই শেষে টিকে যাওয়া দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি নেওয়া হয়। আপত্তি থাকলে শুনানি করে নিষ্পত্তি করা হয়, আর কোনো আপত্তি না থাকলে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু হয় ২০০৮ সালে, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। বর্তমান আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা কার্যালয়, অন্তত ১০০টি উপজেলা বা মহানগর থানায় কার্যালয়, এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। যদিও সম্প্রতি শর্ত শিথিল করার সুপারিশ এসেছে, তা এখনো কার্যকর হয়নি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০। সময়ের সাথে শর্ত পূরণে ব্যর্থতা বা আদালতের নির্দেশে কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়েছে, আবার কিছু দল আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বা নতুন করে নিবন্ধন পেয়েছে।