শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ অগাস্ট ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা


younus

ফাইল ছবি

তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি আজ দুপুরে ঢাকা ত্যাগ করবেন। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। আলোচনায় অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত।

প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। অভিবাসন, বিনিয়োগ ও গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা-এসব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।

মালয়েশিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও সমঝোতা স্মারক সই হবে।

সম্ভাব্য সমঝোতাগুলো হলো-প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও মিমোসের মধ্যে সহযোগিতা, বিআইআইএসএস ও আইএসআইএস-এর মধ্যে অংশীদারিত্ব, এবং হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে ৩টি এক্সচেঞ্জ অব নোট।

সমঝোতা সইয়ের পর সংবাদ সম্মেলন ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। একই দিনে প্রধান উপদেষ্টা ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা। আগামী ১৩ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গতবছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।