তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পা রাখেন।
এর আগে দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রোটন হোল্ডিংস ও এক্সিয়াটার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও তার কর্মসূচিতে রয়েছে। এসব বৈঠকে ইলেকট্রিক যানবাহন উৎপাদন, মোবাইল নেটওয়ার্ক উন্নয়ন এবং গভীর সমুদ্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে।






























