
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও মিডিয়া উইংয়ের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, অজয় কর খোকনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর ও নিকলী থানায় বৈষম্যবিরোধী মিছিলে হামলাসহ একাধিক মামলা রয়েছে।
অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের মূল রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।































