
বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত ও প্রচারিত চীন বিষয়ক প্রকাশিত সংবাদের ৪৫ শতাংশ ইতিবাচক। এছাড়াও ৩০ শতাংশ সংবাদ নিরপেক্ষভাবে প্রচার করা হয়। অন্যদিকে, ১৫ শতাংশ নেতিবাচক সংবাদ প্রচার হতে দেখা যায়।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘মিডিয়ার মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতা’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত এক গবেষণায় এই চিত্র পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ‘মিডিয়া অ্যান্ড ইন্টারকালচারাল কোলাবোরেশান বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মৃত্তিকা আনান রহমান।যেখানে বাংলাদেশের গণমাধ্যমে চীনকে কীভাবে তুলে ধরা হয়, তার একটি সার্বিক চিত্র উঠে আসে।
চীন বিষয়ক প্রচারিত সংবাদগুলোর মধ্যে প্রধান বিষয় হিসেবে উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, প্রযুক্তি এবং ভারত-চীন সীমান্ত প্রাধান্য পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। অতিথিরা গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং গণমাধ্যমকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এই সেমিনার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পালনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করে ভবিষ্যতের সহযোগিতার পথকে আরও সুগম করবে বলে মনে করা হচ্ছে।































