Search
Close this search box.
Search
Close this search box.

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

jhanaidahaঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাজু আহমেদ (২৫) নামে বাংলাদেশি এক গরুর রাখাল নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর সীমান্তের কুশুমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

chardike-ad

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজু আহমেদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের জকির হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গরুর রাখাল রাজু আহমেদ রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর সীমান্তের কুশুমপুর এলাকার ৬১ নম্বর সীমান্ত পিলারের ১৮ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করেন।

সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

কুশুমপুর ক্যাম্পের বিজিবি কমান্ডার শফিকুল ইসলাম জানান, মৃতদেহটি বর্তমানে ভারতীয় সীমান্তের ভেতরে পড়ে রয়েছে।