
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, মেডিক্যাল বোর্ড সম্মতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, বর্তমানে খালেদা জিয়া শারীরিক অবস্থা ১৪-১৫ ঘণ্টা ফ্লাই করার অনুকূলে নয়, তাই তাকে বিদেশে নেওয়া বিলম্বিত হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাওয়া গেলেই তাকে বিদেশে নেওয়া হবে।
এসময় ডা. তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া অতীতে এরচেয়েও কঠিন শারীরিক পরিস্থিতিকে মোকাবেলা করে সুস্থ হয়েছেন। আমরা সর্বোচ্চ আশাবাদী এবারও তিনি সবার দোয়া এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।






































