Search
Close this search box.
Search
Close this search box.

১৪ বছরে ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে

Illegally-moved

বিশ্বের ধনী দেশগুলোতে অবৈধ ভাবে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে ১৪ বছরে ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অর্থাৎ গড়ে দৈনিক আট ব্যক্তি মারা গেছে।

গত ১৪ বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য দিয়েছে জেনেভা ভিত্তিক অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বা আইওএম।

এ সব মর্মান্তিক প্রাণহানির ঘটনাগুলোর অর্ধেকরেই বেশি ঘটছে  ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে।

ফেটাল জার্নি নামের এ প্রতিবেদনে বলা হয়েছে গত ১৪ বছরে অর্থাৎ ২০০০ সালের পর থেকে মোট ৪০ হাজার অভিবাসী প্রাণ হারিয়েছে এবং ইউরোপে যাওয়ার চেষ্টা করতে যেয়েই ২২ হাজার ব্যক্তি মারা গেছে। এ ছাড়া, চলিত বছরই অভিবাসনের চেষ্টা করতে যেয়ে মারা গেছে ৪০৭৭ জন।

chardike-ad

এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি অভিবাসন তৎপরতা মারাত্মক ভাবে উস্কে দিয়েছে। চলতি মাসের প্রথম আট মাসেই ইতালির কর্তৃপক্ষ এক লাখ ১২ হাজার অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করেছে। ২০১৩ সালের চেয়ে এ সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে।