
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বা আগামীকাল পদত্যাগ করতে পারেন। তিনি ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা আগামীকাল তপশিল ঘোষণা করতে পারে, তার আগেই তিনি পদ ছাড়বেন।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ না করে সরকারেই থাকতে পারেন। লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও তা হচ্ছে না।
এনসিপি সূত্রে জানা গেছে- আসিফ মাহমুদ এনসিপি বিএনপির সঙ্গে জোট করলে এনসিপিতে যোগ দেবেন, না হলে সরাসরি বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন নির্বাচনে এনসিপি ১০০ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে, তবে এই তালিকায় এখনই আসিফের নাম থাকবে না- তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ না দেওয়া পর্যন্ত নয়।
মাহফুজ আলম সোমবার রাতভর বৈঠকের পর সিদ্ধান্ত নেন, নির্বাচনে অংশ নেবেন না, সরকারেই দায়িত্ব পালন করবেন। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের বিরোধী অবস্থানে রয়েছেন।
এদিকে এনসিপি ইতিমধ্যে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছে। তবে আসিফের অনুসারীরা এই জোটের বিরোধিতা করে সরাসরি বিএনপির সঙ্গে জোট চায়।
পটভূমি হিসেবে উল্লেখ্য, ২০২৪ সালের কোটা পুনর্বহালবিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও পরে মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী উপদেষ্টারা নির্বাচন বা প্রচারণায় অংশ নিতে পারবেন না, তাই প্রার্থী হতে হলে তপশিল ঘোষণার আগেই তাদের পদ ছাড়তে হতে পারে।



































