
ফাইল ছবি
নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। তারা জানিয়েছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনে নামবেন।
এই দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেল ঘোষণা কোনো সহজ কাজ নয়। এতে বহু বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটাম অনুযায়ী এত অল্প সময়ে গেজেট প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা কাজ করে যাচ্ছি।”
বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। এর আগে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে তিনি দেশের সার্বিক অর্থনীতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ হলো ভালো প্রকল্প থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়া। আইনগত দুর্বলতা, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতাও পরিস্থিতিকে আরও কঠিন করছে।
উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা বেশি হিসাবী ও পরিবারমুখী, তাই তাদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে হবে। এছাড়া শহরে সম্পদ বৃদ্ধির পাশাপাশি গ্রামকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পুনর্বিবেচনায় গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী, কমিশনের হাতে সময় আছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।




































