Search
Close this search box.
Search
Close this search box.

চলে গেলেন মার্কিন প্রভাবশালী সম্পাদক ব্র্যাডলি

bradlee-body

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট-এর সাবেক সম্পাদক বেন ব্র্যাডলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ওয়াটারগেট কেলেঙ্কারির খবর প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সংবাদপত্রটি। সে সময় ব্রাডলি ওই সংবাদপত্রের সম্পাদক ছিলেন।

chardike-ad

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির সম্পর্কিত ওয়াটারগেট কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।
বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, মঙ্গলবার ওয়াশিংটনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

১৯৬৮ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ছিলেন। এই সময়ে দৈনিকটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্রে পরিণত করেন তিনি। ২০১৩ সালে ব্র্যাডলিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘দ্য প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম’ খেতাবে ভূষিত করা হয়।

খেতাব প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘তিনি (ব্র্যাডলি) সংবাদপত্রটিকে বিশ্বের অন্যতম সেরায় পরিণত করেছিলেন।’

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওবামা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাডলি সাংবাদিকতা পেশার উর্ধ্বে ছিলেন। তিনি গণতন্ত্রের একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি চলে যাওয়ায় দেশ একজন সূর্য সন্তানকে হারিয়েছে।’

ওয়াশিংটন পোস্টের সাবেক প্রকাশক ডোনাল্ড গ্রাহাম বলেছেন, ‘তার সময়ে বেন ব্রাডলি যুক্তরাষ্ট্রের সেরা সংবাদপত্র সম্পাদক ছিলেন এবং আধুনিক সম্পাদকদের মধ্যে সংবাদপত্রটির ওপর তিনিই সবচেয়ে বেশী প্রভাব ফেলেছেন।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নেওয়া ব্র্যাডলি ১৯৫০ সালে একজন প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই তৎকালীন সিনেটর ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন তিনি। ব্রাডলির নির্দেশায় ওয়ারগেট কেলেঙ্কারির সংবাদ সংগ্রহে লিপ্ত হন সাংবাদিক বব উডওয়ার্ড ও আর্নেস্ট বার্নস।

তথ্যসূত্র : বিবিসি।