Search
Close this search box.
Search
Close this search box.

রায় কার্যকরের চেষ্টা হলে সর্বাত্মক প্রতিরোধ: শিবির

shibir

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায় কার্যকরের চেষ্টা করা হলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রশিবির।শিবির নেতারা বলেন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে কামরুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহালের রায়কে প্রত্যাখ্যান করে সোমবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।শিবির নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে কামরুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।যা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।এ রায় আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও তাদের দোসরদের অগ্রিম বক্তব্যের প্রতিফলন হয়েছে মাত্র।নেতৃবৃন্দ বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা ও বিচার প্রক্রিয়া পুরোটাই ছিল সাজানো এবং প্রতিহিংসামূলক।তাকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের কাজে বাধা দেয়ার মামলায়।১৯৭১ সালে ইন্টারমিডিয়েট পড়োয়া একজন শিক্ষার্থী একটি জেলার আল বদর কমান্ডার হবে, পাগল ছাড়া আর কেউ তা বিশ্বাস করে না আর যদি সত্যিই তিনি গণহত্যায় জড়িত থাকতেন তাহলে ৪০ বছরে তার বিরুদ্ধে একটি মামলা বা জিডিও হল না কেন? তিনি কীভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন? তাছাড়া সহিপুর গ্রামে যে গণহত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার সাক্ষী নেয়া হয়েছে গোপনে এবং সেই গ্রামের সাক্ষীরা সরাসরি তাকে দেখেছে বলে উল্লেখ করেনি বরং শোনা কথা বলেছে।নেতৃবৃন্দ যে কোন প্ররোচণার উর্দ্ধে উঠে ন্যায় বিচারের স্বার্থে কামারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে আদালতের প্রতি আহবান জানান।

chardike-ad