Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

bgbরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

chardike-ad

তিনি জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দেবে।

জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।

সর্বোচ্চ আদালতে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়কে ‘সরকারের ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়ে এর প্রতিবাদে বুধবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। গত রোববার দলের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আগামী বৃহস্পতিবারও হরতাল ডাকে জামায়াত। বুধবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার এ হরতাল।

এদিকে সোমবার ছিল দলের আমির নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন। নিজামীর মামলার রায়ের আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছিল।