Search
Close this search box.
Search
Close this search box.

রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আপিল বিভাগ

mahbub-alam

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ফাঁসি কার্যকর করতে রায় কি পূর্নাঙ্গ নাকি সংক্ষিপ্ত হবে সে বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিদ্ধান্ত নেবেন।

chardike-ad

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে তার কার্যলয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে সংক্ষিপ্ত রায়ে দণ্ড কার্যকর করা যাবে বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে আজকে তার এ মন্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনাল কামারুজ্জামানের ফাঁসির আদেশ দিয়েছিলেন। আর আপিল বিভাগ তা বহাল রেখেছেন। সুতরাং বহালের বিষয়টি কারা কতৃপক্ষ জানলেও হলো। এখানে বিস্তারিত দেখার কিছু নেই। ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার বলেও আজ জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি বহাল রাখেন।