Search
Close this search box.
Search
Close this search box.

বাজারে মাইক্রোসফটের লুমিয়া ৫৩৫

microsoft_lumia_535নকিয়া নাম বদলে প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন এনেছে মাইক্রোসফট।

এক খবরে এনডিটিভি জানিয়েছে, মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ নামের একটি স্মার্টফোন মঙ্গলবার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট।

chardike-ad

মাইক্রোসফট জানিয়েছে, এই স্মার্টফোনের এক সিম ও দুই সিম দু ধরনের মডেলেই থাকবে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, যাতে লুমিয়া ডেনিম নামের সর্বশেষ আপডেট থাকবে।

আরও রয়েছে ৫৪০ x ৯৬০ বা কিউএইচডি রেজুলেশনের ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে। এছাড়া থাকবে স্কাইপ ও ওয়াননোট সুবিধা।

এই স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে। কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসরের স্মার্টফোনটিতে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। অন্যান্য লুমিয়া ফোনের মতো ৫৩৫-এর দুটি মডেলেই ১৫ জিবি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ সুবিধা থাকবে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় সেলফি তোলার সুবিধার পাশাপাশি স্কাইপ ব্যবহার করে কল করার সময়েও ঝকঝকে ছবি পাওয়া যাবে। পেছনের ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ।

এই ফোন পাওয়া যাবে ছয়টি ভিন্ন ভিন্ন রঙে। ব্লুটুথ এলটিই ও পোর্টেবল ওয়্যারলেস স্পিকার ব্যবহারের সুবিধা যুক্ত থাকবে লুমিয়া ৫৩৫ ফোনে।

কর ও অন্যান্য খরচ বাদে এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫৭১ টাকা।