Search
Close this search box.
Search
Close this search box.

সিরিয়ায় ৫ মাসে ১,৫০০ হত্যা আইএসের

is-killingইরাক ও সিরিয়ায় খেলাফত ঘোষণার পর সিরিয়ায় প্রায় ১,৫০০ মানুষকে হত্যা করেছে ইসলামিক স্টেট-আইএস জঙ্গিরা।

সিরিয়ার মানবাধিকার বিষয়ক এক পর্যবেক্ষক দল এ তথ্য জানিয়েছে। তারা বলছে, নিহতদের অধিকাংশকে জবাই করে হত্যা করা হয়েছে।

chardike-ad

পর্যবেক্ষক দলের পরিচালক রামি আবদেল রহমান জানিয়েছেন, খেলাফত ঘোষণার পর ১৪২৯ জন মানুষকে আইএস জঙ্গিরা হত্যা করেছে বলে তাদের কাছে দালিলিক প্রমাণ আছে।

তিনি আরও বলেন, ‘আইএস জঙ্গিদের আক্রমণের শিকার অধিকাংশই বেসামরিক নাগরিক।

মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই মাসে আইএস জঙ্গিরা জবাই করে ও গুলি চালিয়ে ৮৭৯ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে; যাদের ৭০০ জনই শাইতাত উপজাতির। দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ ডেইর ইজোর এর এসব শাইতাত উপজাতির লোক সুন্নি মুসলিম । এ বছরের মধ্যবর্তী সময়ে তারা জিহাদি গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে।

এ দেশের উত্তর-পূর্বাঞ্চলে আরেকটি বিদ্রোহী গ্রুপ আছে যারা আবার আইএস বিরোধী। আইএস বিরোধী এই বিদ্রোহী গোষ্ঠীর নাম আল-নুসরা-ফ্রন্ট। এই বিদ্রোহী গোষ্ঠীর ৬৩ জন লোক মারা গেছে। আল-নুসরা-ফ্রন্ট এর বিদ্রোহীরা আইএসের বিরুদ্ধে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যুদ্ধে লিপ্ত রয়েছে।

অন্য ৪৮৩ জন সৈন্য মারা গেছে সিরিয়া সরকারের। অপরদিকে ৪ জন মারা গেছে আইএস জঙ্গি। তবে তারা দুর্নীতি ও অন্যান্য অপরাধে অভিযুক্ত।