Search
Close this search box.
Search
Close this search box.

লুকিয়ে ফেসবুক ব্যবহারের দিন ফুরোচ্ছে!

মনে করুন আপনি অফিসের কম্পিউটারে কোন কাজে মগ্ন আছেন। হটাৎ অফিসের কর্তাব্যাক্তিটি এসে উপস্থিত। ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা যদি আপানার কম্পিউটারের পর্দায় ফেসবুকের রঙিন পাতাটি দেখতে পান তবে তিনি সেটা কতোটুকু স্বাভাবিকভাবে নেবেন বলুন তো? অথচ গুগল ডকস, মাইক্রোসফট অফিস এমনকি কর্পোরেট দুনিয়ার সোশ্যাল মিডিয়া লিংকড ইনও যদি আপনার পিসির মনিটর জুড়ে শোভা পায় তাতে তিনি বা আপনি কেউই কি বিব্রত হবেন?

facebook-offic-tour-ny-people-working-focused-3
ফেসবুকের কর্মীরা অফিসের কাজকর্মও ফেসবুকেই সেরে নেন। ছবিঃ বিজনেস ইনসাইডার।

সামাজিক যোগাযোগের গণমাধ্যম হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকে অফিসে বসেও কাজের ফাঁকে একটুআধটু ফেসবুকে নজর না বুলিয়ে পারছে না। কখনও কখনও সেটা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে কাজকর্মের ব্যাঘাত ঘটাচ্ছে বেশ ভালোভাবেই। ফলে অনেকটা বাধ্য হয়েই বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো অফিস থেকে ফেসবুকে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। তাতেও কি খুব একটা কাজ হচ্ছে? হাতের মোবাইল ফোন কিংবা ট্যাব থেকে লুকিয়ে ফেসবুকে ঢুঁ মারা তো বন্ধ নেই! তবে এমন লুকোচুরির দিন হয়তো ফুরিয়ে এলো বলে!

chardike-ad

বিশ্বজুড়ে ১৩০ কোটিরও বেশী মানুষের নিত্যদিনের সঙ্গী ফেসবুক কর্তৃপক্ষ এ যাত্রায় এগিয়ে এসেছে মাধ্যমটির কর্পোরেট ব্যবহারকারীদের কাজের সহযোগী হতে। হ্যা, অফিসের ডেস্কে গুগল ডকস, এমএস অফিস বা লিংকড ইনের ব্যবহার আপনি যতোটা স্বাচ্ছন্দ্যে করতে পারেন ঠিক ততোটাই স্বাচ্ছন্দ্যে আপনাকে ফেসবুক ব্যবহারের স্বাধীনতা এনে দিতেই আসছে ফেসবুকের নতুন আয়োজন ‘ফেসবুক এট ওয়ার্ক’।

ফিচারটি ব্যবহার করে কোন ডকুমেন্ট সম্পাদনা, সহকর্মীদের সাথে ফাইল শেয়ার, ই-মেইলে তথ্য আদানপ্রদানের কাজগুলো সম্পন্ন করা যাবে ফেসবুকের মাধ্যমেই। গুগল, মাইক্রোসফটের মতো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে বাড়তি কোন চমকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না!

যেমনটা এখন ফেসবুকের আট সহস্রাধিক কর্মী করছেন সেটাই আনুষ্ঠানিক অবমুক্তির পর করার সুযোগ পেতে পারেন আপনিও। আসছে জানুয়ারিতে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে এটি সাধারণ ফেসবুকের মতো বিনামূল্যে ব্যবহার করা সম্ভব হবে না। আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে অর্থের বিনিময়ে সেবাটি ক্রয় করতে হবে। তবে ইতিবাচক সাড়ার ভিত্তিতে বিজ্ঞাপন নির্ভর ফ্রী ‘ফেসবুক এট ওয়ার্ক’-এর সম্ভাবনার কথাও বলছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।