Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান

malysiaমালয়েশিয়ায় বসবাসরত অবৈধ শ্রমিক গ্রেপ্তারে বড় ধরনের অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পুলিশ। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ছয় থেকে সাত লাখ বাংলাদেশি বসবাস করছেন। যাদের বড় একটা অংশ অবৈধ।

ইমিগ্রেশন পরিচালক দাতুক মোস্তফা ইব্রাহিম জানান, অবৈধ শ্রমিকদের গ্রেপ্তারে এখন থেকে আরও বেশি অভিযান চালানো হবে।

chardike-ad

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ অভিবাসীরা তাদের দেশের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। তাদের আইনের আওতায় আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ লোক অবৈধভাবে বসবাস করছে এবং কাজ করছে। যারা এক কাজের ভিসা নিয়ে অন্য কাজ করছে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান দাতুক মোস্তফা ইব্রাহিম।

তিনি আরো জানান, তারা কয়েক দিনের মধ্যে অভিযানে নামছেন। সেটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।

যেসব ব্যবসায়ী কর্মস্থলে অবৈধ শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন তাদের এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানিয়ে ইব্রাহিম বলেন, নতুবা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরন হাইল্যান্ড প্রদেশের যেসব বাগান এবং খামারে অবৈধ শ্রমিক কাজ করে সেখানেও অভিযান চালানো হবে।

কক্সবাজারের সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ৬২৫ জন আটক এবং আকাশপথে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশি আসার খবরটি মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছানোর পর আরও তৎপর এখন মালয়েশিয়ান পুলিশ।

এছাড়া, পেনাং, লংকাউই, কুয়ালা তেরেঙ্গানু প্রদেশের বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।