Search
Close this search box.
Search
Close this search box.

শিবিরের ‘কামড়-কৌশল’

shibir
পুলিশ সদস্যকে কামড় দেওয়ার সেই দৃশ্য

বরাবরই হরতালে নানা সহিংস কর্মকাণ্ড করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। তবে এবার সহিসংতার চিরচেনা কৌশল পরিবর্তন করেছে সংগঠনটি।

ছাত্রশিবির এখন সহিংসতার নতুন কৌশল হিসেবে প্রতিপক্ষকে কামড় দেওয়াকে বেছে নিয়েছে ।

chardike-ad

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর আগে জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগের দিন সন্ধ্যার পর থেকেই যানবাহনে আগুন, দোকানপাট ভাঙচুর, হাত বোমা, পেট্রোল বোমা নিক্ষেপসহ দেশব্যাপী তাণ্ডবলীলা চালাত। প্রতিবারই দেশজুড়ে এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ করত শিবির।

তাদের মতে, এবার জামায়াত-শিবিরের সে তাণ্ডবলীলায় কিছুটা পরিবর্তন দেখা গেছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে দেশব্যাপী ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিনের চিত্র থেকে এটা প্রতীয়মান হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে বরিশালে হরতাল পালনকালে নগরীর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ সদস্য জয়নাল আবেদিনের হাত কামড়ে দিয়েছে এক শিবির কর্মী। কামড়ের পাশাপাশি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করেছে অন্য শিবির কর্মীরা ।

আহত জয়নাল আবেদিনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে সিটিএসবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘হরতালের সমর্থনে সকালে নগরীর বান্দ রোডস্থ স্টেডিয়ামের সামনে শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল শুরু করে। এ সময় সেখানে পুলিশ বাধা দিতে গেলে একা পেয়ে জয়নাল আবেদিনকে মারধর করে ও হাত কামড়ে দেয় শিবির কর্মীরা। মানুষ কি মানুষকে এভাবে কামড়াতে পারে!’
শিবিরের এ ধরনের আচরণ আগে কখনো দেখেননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শৈবাল কান্তি মজুমদার বলেন, ‘নগরীর বান্দ রোডের ওখানে পুলিশ না থাকায় সেখানে শিবির কিছুটা সময় তৎপতা দেখিয়েছে। আমাদের একজন সদস্যকে কামড়ে দিয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্রঃ রাইজিংবিডি