Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

DMPঢাকায় সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান তার ক্ষমতা বলে (৭৬/২) সব ধরনের মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

chardike-ad

ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পিআর) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেষ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং বন্ধ থাকবে।

এসময়ে আগ্নেয়াস্ত্র, লাঠি-সোটা, ব্যানার, ফেস্টুন বহন করা যাবে না বলে ডিএমপি থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপিসহ সমমনা ২০ দল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিলো। পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দল গণতন্ত্র রক্ষা দিবস পালনের ঘোষণা দেয়।

উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করলো।